সিলেটে বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে বাড়ি ফিরলেন ১১৫ প্রবাসী।
নতুন করে আরও ৬৭ জন প্রবাসী বাধ্যতামূলক কোয়ারেন্টিনে গেছেন লন্ডন থেকে আসা।
সোমবার লন্ডন থেকে দেশে ফিরেছেন তারা।
তবে এবারে তারা ১৪ দিন নয়, কোয়ারেন্টিনে থাকবেন চার দিন।
এই চারদিনের মধ্যে সকল পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করা হবে এই প্রবাসী লন্ডনীদের।
পরীক্ষা-নিরীক্ষায় করোনার কোনো লক্ষণ ধরা না পড়লে তাদের পাঠানো হবে হোম কোয়ারেন্টিনে। আর কারো শরীরে করোনাভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা গেলে তাকে আইসোলেশনে পাঠানো হবে।
তবে শুরুতে ১৪ দিন ও পরে চার দিনের কোয়ারেন্টিনের নির্দেশনা নিয়ে সিলেটে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।