স্থগিত হওয়া দুবাই ও আবুধাবি রুটে পুনঃরায় বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১৩ জুলাই থেকে দুবাই এবং ১৪ জুলাই থেকে আবুধাবি এই দুই রুটে শিডিউল ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় বিমান সংস্থাটি। ফ্লাইট পরিচালনা করা হবে ৩১ জুলাই পর্যন্ত। বুধবার (৮ জুলাই) বিমানের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করে ব্রিটিশ বাংলা ট্র্যাভেল।

এর আগে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক  ৯ জুলাই থেকে দুবাই ও আবুধাবি রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছিল বলে জানিয়েছিলেন। পরবর্তীতে জানা যায়, ৬ থেকে ৮ জুলাই এর মধ্যে যারা টিকেট কিনেছিলেন, তাদেরকে নিতে বিমান  ৯ ও ১১ জুলাই এই দুই রুটে দুটি ফ্লাইট পরিচালনা করবে। তবে এক পর্যায়ে সেই সিদ্ধান্তও বাতিল হয়ে যায়।

একদিনের মাঝেই আবারও মহিবুল জানান, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন তাঁরা। সিদ্ধান্ত মোতাবেক শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বলে জানান। পরবর্তীতে ৮ জুলাই বিমান বাংলাদেশ এর কার্যালয় থেকে জানানো হয় যে, এই দুই রুটের শিডিউল ফ্লাইট ১৩ জুলাই থেকে চালু হতে যাচ্ছে।

জুলাই এর প্রথম দিকে আবুধাবি ও দুবাই রুটে ৬ জুলাই থেকে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করবে বলে ঘোষণা করে বিমান। কিন্তু ৫ জুলাই হঠাৎ করে বিমান সিদ্ধান্ত পাল্টায় সংস্থাটি এবং জানায় তারা এই দুই রুটে ফ্লাইট পরিচালনা করবে না। এই সিদ্ধান্তের তিনদিনের মধ্যে আরও দু'বার সিদ্ধান্ত পরিবর্তন করে বিমান।