আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ১৬ দেশের সঙ্গে প্লেন চলাচলে নিষেধাজ্ঞা বাড়লো ৭ মে, ২০২০ পর্যন্ত। বর্তমান করোনা পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 

 

২৭ এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক  প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ নিয়ে  তৃতীয় দফায় বাংলাদেশে প্লেন চলাচলে সাময়িক নিষেধাজ্ঞার কথা ঘোষণা দিল। এর আগে গত ১১ এপ্রিলে ১৬ দেশের সঙ্গে ৩০ এপ্রিল পর্যন্ত প্লেন চলাচলে নিষেধাজ্ঞা বাড়িয়েছিলো সংস্থাটি।

 

ব্রিফিং এ বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (সিডিউল পেসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে প্লেন চলাচল নিষেধাজ্ঞা আগামী ৭ মে পর্যন্ত বাড়ালো হলো। 

এ নিষেধাজ্ঞা আগের ন্যায় বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকে সহ মোট ১৬টি দেশের সঙ্গে বিদ্যমান প্লেন চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে।