করোনার নেগেটিভ সনদ ছাড়া যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা রয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)। গত ৫ ডিসেম্বর থেকে সনদ ছাড়া যাত্রী পরিবহন নিষেধ করা হয়।
তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন এয়ারলাইন্সে সনদ ছাড়াই দেশে ফিরেছেন প্রতিদিন গড়ে প্রায় একশজন করে যাত্রী ।
গত ২০ দিনে (৫ থেকে ২৪ ডিসেম্বর) বিভিন্ন এয়ারলাইন্সে মোট ৭৪ হাজার ২১৫ জন পরিবহন করে।
তাদের মধ্যে এক হাজার ৯৯০ জন, অর্থাৎ গড়ে প্রতিদিন ৯৯ জন যাত্রী করোনাভাইরাসের নেগেটিভ সনদ ছাড়া দেশে ফেরেন।
সনদ ছাড়া যাত্রী পরিবহন করায় রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ একাধিক বিমান সংস্থাকে জরিমানা করা হয়েছে।
একই সঙ্গে যাত্রীদেরও জরিমানা করা হয়।
করোনার সনদ ছাড়া আগতদের অধিকাংশই মধ্যপ্রাচ্যের।
যারা সনদ নিয়ে আসেননি তাদের সবাই রাজধানীর উত্তরার দিয়াবাড়ি ও আশকোনা হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।
সর্বশেষ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন দেশের ২৪টি ফ্লাইটে তিন হাজার ৩৮ জন যাত্রী দেশে ফিরেছেন। তাদের মধ্যে ইস্তানবুল থেকে টার্কিশ এয়ালাইন্সের (টিকে-৭১২) আগত যাত্রীদের তিনজন এবং লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-২০২) দুজন যাত্রী সনদ ছাড়া আসেন। তাদেরকে উত্তরার দিয়াবাড়ির প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়।