ইউএস বাংলা এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যথাক্রমে ২৮ ও ২৯ অক্টোবর থেকে ভারতের মোট ৩টি রুটে ফ্লাইট চলাচল শুরু করতে যাচ্ছে।
এয়ার বাবল চুক্তির অধীনে দীর্ঘ ৭ মাস পর ভারতের দিল্লী, চেন্নাই ও কলকাতায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে বাংলাদেশের এই দুটি বিমান সংস্থা।
আগামী ২৮ অক্টোবর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের চেন্নাই ও কলকাতার ফ্লাইট চালু করা হবে। বেসরকারি এই বিমান সংস্থা এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে চলবে কোলকাতার ফ্লাইট। আর চেন্নাইয়ের ফ্লাইট চলবে শনিবার, সোমবার, বুধবার এবং শুক্রবারে।
এদিকে দিল্লী ও কলকাতায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রয়াত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দিল্লীতে ২৯ অক্টোবর থেকে দিল্লীতে এবং কলকাতায় ১ নভেম্বর থেকে ফ্লাইট চালু করবে বিমান।
ভারতে গমনের পর যাত্রীদেরকে নিজ খরচে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া করোনাভাইরাস পরীক্ষা করে বাংলাদেশ থেকে যেতে হবে।