অবৈধভাবে অবস্থানরত কর্মীদের ৪ খাতের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে মালয়েশিয়া সরকার। এ সুযোগ নিতে পারবেন বাংলাদেশসহ ১৫টি দেশের নাগরিকরা (সাধারণ কর্মী)। আগামী ১৬ নভেম্বর থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বৈধকরণ প্রক্রিয়া চলবে।

শনিবার মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে। হাইকমিশন জানায়, অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিসহ ১৫টি দেশের সাধারণ কর্মীদের ‘পুনরুদ্ধার কর্মসূচি’ ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারিং, প্লান্টেশন ও অ্যাগ্রিকালচার এই ৪টি খাতের কর্মীদের বৈধতা দেওয়া হবে।