বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬ জুলাই থেকে দুবাই ও ৭ জুলাই থেকে আবুধাবি রুটে নির্ধারিত যাত্রীর ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে। গতকাল এয়ারলাইন্সটি এই ঘোষণা দেয়।
জাতীয় এই বিমান সংস্থাটি দুটি গন্তব্যে সপ্তাহে চারটি বিমান চালানোর পরিকল্পনা করছে।
দুটি রুটেই যাত্রীদেরকে “পয়েন্ট-টু-পয়েন্ট” বহন করতে ডাব্লু-প্যাটার্ন ফ্লাইট পরিচালনা করবে বিমান। অর্থাৎ, ঢাকা থেকে দুবাইয়ের ফ্লাইটগুলি সিলেটে থামবে এবং ঢাকা থেকে আবুধাবি যাওয়ার ফ্লাইটগুলি চট্টগ্রাম হয়ে যাবে।
বিমানের জনসংযোগ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার আজ এই বিষয়টি নিয়ে অবহিত করেছেন।
তবে, পতাকাবাহী বিমান সংস্থাটি এখনও ফ্লাইটের সঠিক ময়সূচি বা কোন ধরণের এয়ারক্রাফট দিয়ে এই ফ্লাইটগুলো পরিচালনা করবে তা ঘোষণা করেনি।
তাহেরা খন্দকার জানান, আগামীকাল নাগাদ বিমান সকলকে এ ব্যাপারগুলো নিশ্চিত করবে।